বাসস দেশ-৬ : ইভিএম অর্ডিন্যান্স সংসদে পাশের বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট

115

বাসস দেশ-৬
হাইকোর্ট-আদেশ
ইভিএম অর্ডিন্যান্স সংসদে পাশের বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট
ঢাকা, ২১ জানুয়ারি, ২০২০ (বাসস): ইভিএম নিয়ে জারি করা অর্ডিন্যান্স সংসদে পাশ হয়েছে কিনা তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন। বাসস’কে এ কথা জানান রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। তিনি জানান, আগামী রোববার আদালতে বিষয়টি জানাতে হবে।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশনটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী এডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।
গত ৮ জানুয়ারি ইভিএমে ভোট গ্রহণ নিয়ে রিটটি দায়ের করেন ইউনুছ আলী আকন্দ।
বাসস/এএসজি/ডিএ/১৫১০/এমএবি