বাজিস-১৩ : চাঁদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

227

বাজিস-১৩
চাঁদপুর- জরিমানা
চাঁদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা
চাঁদপুর, ২০ জানুয়ারি ২০২০ (বাসস): জেলার হাজীগঞ্জ উপজেলায় আজ তিনটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ওই তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় হাজীগঞ্জের আলিগঞ্জ এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
নির্বাহি ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় চাঁদপুরে পরিবেশ অধিদফতরের উপপরিচালক এএইচ এম রাসেদ উপস্থিত ছিলেন।
নির্বাহি ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, সোমবার হাজীগঞ্জের আলিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। ইটভাটা গুলো হলো- মেসার্স কামাল ব্রিকস, রনি ব্রিকস ও এমবিএ ব্রিকস।
তিনি জানান, মেসার্স কামাল ব্রিকসের মালিককে ছয়লাখ টাকা জরিমানা করা হয়।পাশাপাশি রনি ব্রিকস ও এমবিএ ব্রিকসকে ছয়লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১১০/এমকে