বাসস দেশ-২৮ : বগুড়ায় এমপি আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

216

বাসস দেশ-২৮
মান্নান-দাফন সম্পন্ন
বগুড়ায় এমপি আব্দুল মান্নানের দাফন সম্পন্ন
বগুড়া, ২০ জানুয়ারী, ২০২০ (বাসস) : বগুড়া-১ আসনের সংসদ সদস্য (সারিয়াকান্দি ও সোনাতলা) মরহুম আব্দুল মান্নানকে আজ জেলার সারিয়াকান্দিতে তৃতীয় নামাজে জানাযা শেষে ঈদাগাহ মাঠের পাশের কবরস্থানে দাফন করা হয়েছে।
এরআগে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় এই বীর মুক্তিযোদ্ধাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
সেখানে লাখো নারী পুরুষ আবাল বৃদ্ধ-বনিতা শেষ বারের মত শ্রদ্ধা জানিয়ে তাদের প্রিয় নেতাকে অশ্রসিক্ত চোখে বিদায় জানান।
সংসদ ভবনে মরহুম আব্দুল মান্নানের ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ১ম নামাজে জানাযা শেষে মরহুম আব্দুল মান্নানের লাশের কফিন হেলিকপ্টার যোগে বগুড়ার সোনাতলা পাইলট হাই স্কুল মাঠে নেয়া হয়। সেখান থেকে মরহুমের কফিন সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নেয়া হয়। সেখানে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সাখাওয়াত হোসেন সফিক এসময় উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আব্দুল মান্নান ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা। বগুড়ার মত জায়গায় তিনি নিজেকে একজন জনবান্ধব সংসদ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।
পরে বগুড়ার সারিয়াকান্দিতে ডিগ্রী কলেজ মাঠে তার তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সারিয়াকান্দিতে লাশ আসার আগেথেকে লাখো জনতা জানাযা স্থলে সমবেত হয়। তাদের নেতাকে এক নজর দেখার জন্য তারা ভীড় করতে থাকে।
সারিয়াকান্দিতে তৃতীয় নামাজে জানাযা শেষে তাকে ঈদাগহ মাঠের পাশের কবরস্থানে দাফন করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২০০০/শআ