যশোরে প্রায় ৭ কোটি টাকার সোনাসহ ৩ জন আটক

182

যশোর, ২০ জানুয়ারি, ২০২০ (বাসস) : যশোরে প্রায় ৭ কোটি টাকার ১১ কেজি সোনাসহ তিন জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোর রাতে বিজিবি’র একটি টহল দল যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় বেনাপোল সীমান্তগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সোনাসহ তাদের আটক করে।
এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়।
আটকরা হলেন, শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, একই উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন।
যশোরের ৪৯ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, বিজিবি’র সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল শহরের নতুনহাট এলাকায় একটি প্রাইভেট কার থেকে ১০ কেজি ৯৩৫ গ্রাম ওজনের ৯৪ পিস সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য ছয় কোটি ষাট লাখ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।