বাজিস-৯ : ঝিনাইদহে আন্তঃস্কুল বিজ্ঞানমেলা অনুষ্ঠিত

109

বাজিস-৯
ঝিনাইদহ- বিজ্ঞানমেলা
ঝিনাইদহে আন্তঃস্কুল বিজ্ঞানমেলা অনুষ্ঠিত
ঝিনাইদহ, ২০ জানুয়ারি ২০২০ (বাসস): ‘স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে জেলায় আজ আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলা শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে একটি বেসরকারি সংগঠন আয়োজিত দিনব্যাপি এ বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার বিজ্ঞান ক্লাবের সদস্যরা এ মেলায় অংশগ্রহন করে।
মেলা উদ্বোধনের পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনাসভায় সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও গবেষণায় তৈরি প্রকল্প প্রদর্শণ, দেয়ালিকা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে মেলাকে প্রাণবন্ত করে রাখে।
বাসস/সংবাদদাতা/১৭৪০/এমকে