ভোলায় বাল্য বিয়ে পন্ড

264

ভোলা, ২০ জানুয়ারি, ২০২০ (বাসস) : জেলা সদরের পৌর এলাকায় থানা পুলিশ বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে ।রোববার সন্ধ্যায় শহরের ৯ নং ওয়ার্ডের মো: ইদ্রিসের বাড়িতে তার কন্যা এ রব স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী শান্তা আক্তারের বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে বিয়ে পন্ড ও বর সোহেল, বরের বাবা আবুল হোসেন, মেয়ের বড় ভাই রিয়াজসহ ৪জনকে আটক করে থানায় নিয়ে আসে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন বাসস’কে বলেন, মো: ইদ্রিসের মেয়ে এসএসসি পরীক্ষার্থীর সাথে আবুল হোসেন’র ছেলে মহুরী মো: সোহেল এর বিয়ের আয়োজন চলছিলো। কথা ছিলো বিয়ে শেষ করে রাতেই মেয়েকে ছেলের বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু পুলিশ খবর পেয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয় এবং ঘটনাস্থল থেকে বরসহ ৪জনকে আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন জানান, মেয়ের বয়স যেহেতু ১৮ বছর পূর্ণ হয়নি তাই পুলিশ এ বিয়ে বন্ধ করে দিয়েছে। প্রাপ্ত বয়স্ক হলে মেয়ের বিয়ে দেয়া হবে এ মুচলেকা রেখে আটক দের রাতেই ছেড়ে দেয়া হয়েছে।