বাজিস-২ : নাটোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

215

বাজিস-২
নাটোর-কম্বল বিতরণ
নাটোরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নাটোর, ২০ জানুয়ারি, ২০২০ (বাসস) : জেলায় অসহায় মানুষদের শীতের তীব্রতা থেকে রক্ষা করতে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক ও পেশাজীবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। রোববার রাতে শহরের নারদ নদ সংলগ্ন বিভিন্ন বস্তি এলাকায় বসবাসকারী পরিবারের মাঝে প্রায় চারশ’ কম্বল বিতরণ করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।
নারদ নদ সংলগ্ন বড়গাছা বস্তি এলাকায় রাত আটটার দিকে কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি নাটোর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা কামাল এবং সংগঠনের উপদেষ্টা আব্দুস সাত্তার ও রেজাউল করিম।
এছাড়া ও হুগোলবাড়িয়া ও হাসপাতাল বস্তি এবং রেল স্টেশন এলাকাতে আইডিইবি’র পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার ও দুূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রায় চল্লিশ হাজার কম্বল জেলা ও উপজেলা প্রশাসন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর জেলা ইউনিট ছয়শ’ কম্বল ও চাদর বিতরণ করে। অনলাইন সামাজিক সংগঠন ‘উদ্যোক্তা পরিবার’ এর পক্ষ থেকেও জেলার তিনটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১০৩৫/নূসী