বাসস দেশ-৩৬ : ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

240

বাসস দেশ-৩৬
ইউজিসি-ইউনিসেফ-সাক্ষাৎ
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২০ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহর সঙ্গে তিন সদস্য বিশিষ্ট ইউনিসেফের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।
আজ ইউজিসিতে তার দপ্তরে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি)-এর চিফ মিস. নেহা কাপিলের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন ড. ডেভিড মোল্ড ও মিস. ইয়াসমিন খান।
এ সময় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ড. মো. ফখরুল ইসলাম ও মো. ওমর ফারুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনাকালে প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন যে, ইউজিসি এবং ইউনিসেফ প্রথমবারের মতো যৌথভাবে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বরদের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখ ঢাকায় এক অনুষ্ঠানে গবেষণা বিষয়ে সিফরডি রিসার্চ ফেলোশিপ ঘোষণা করবে।
স্থানীয় ও বৈশ্বিক চাহিদা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সিফরডি কারিকুলাম আধুনিকায়নের জন্য ইউজিসি চেয়ারম্যান গুরুত্বারোপ করেন।
ইউজিসি ও ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সিফরডি কারিকুলাম ও গবেষণার উন্নয়ন ২০১৭ সাল থেকে যৌথভাবে কাজ করছে।
বাসস/সবি/এমএআর/২০৩০/এসই