বাসস ক্রীড়া-১৫ : উড়ন্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

439

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-অনূর্ধ্ব-১৯
উড়ন্ত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
পচেফস্ট্রুম, ১৮ জানুয়ারি ২০২০ (বাসস) : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উড়ন্ত জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েরকে।
পচেফস্ট্রম টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নামে বাংলাদেশ। বল হাতে শুরু থেকেই জিম্বাবুরে ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। তাই ১৩৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। আর ২৮ দশমিক ১ ওভারের পরই বৃষ্টির কারনে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে আর ব্যাট করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে বৃস্টি আইনে ম্যাচ জয়ের জন্য ২২ ওভারে ১৩০ রানের টার্গেট পায় বাংলাদেশ।
জবাব দিতে নেমে বিধ্বংসী রুপ নেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। ১৩ বল মোকাবেলা করে ৪১ রান যোগ করেন তারা। ৩টি করে চার-ছক্কায় ১০ বলে ৩২ রান করে আউট হন তানজিদ।
এরপর দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে সহজ জয়ের স্বাদ দেন ইমন ও মাহমুদুল হাসান জয়। এরমধ্যে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৫৮ রান করেন ইমন । জয়ের ব্যাট থেকে আসে ২৬ বলে অপরাজিত ৩৮ রান। তার ইনিংসে ৫টি চার ছিলো।
একই ভেন্যুতে আগামী ২১ জানুয়ারি গ্রপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাসস/এএসজি/এএমটি/২২১৭/স্বব