বাসস ক্রীড়া-১৪ : নৌবাহিনীর আধিপত্যে শেষ হল জাতীয় অ্যাথলেটিকস

239

বাসস ক্রীড়া-১৪
অ্যাথলেটিকস-জাতীয়
নৌবাহিনীর আধিপত্যে শেষ হল জাতীয় অ্যাথলেটিকস
ঢাকা, ১৮ জানুয়ারি ২০২০ (বাসস): বাংলাদেশ নৌবাহিনীর একক আধিপত্যের মধ্য দিয়ে আজ চট্টগ্রামে শেষ হয়েছে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। ২১টি স্বর্ন পদক নিয়ে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেছে তারা।
মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৩তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী ২১ টি স্বর্ণ, ১৮ টি রৌপ্য এবং ৮ টি ব্রোঞ্জ সহ মোট ৪৭টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষস্থান লাভ করছে। ১৪ টি স্বর্ণ, ১৪ টি রৌপ্য এবং ১৪টি ব্রোঞ্জ সহ মোট ৪২টি পদক নিয়ে ২য় অবস্থান লাভ করে বাংলাদেশ সেনাবাহিনী। একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক নিয়ে ৩য় অবস্থান লাভ করে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
বাসস/এমএইচসি/২০১৫/স্বব