জাতীয় দলে জায়গা পাকা করতে চান শান্ত-মেহেদি

312

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : আসন্ন পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজের ১৫ সদস্যের দলে আছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান। গতরাতে শেষ হওয়া ‘বঙ্গবন্ধু’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে পারফরমেন্সের সুবাদে এক সিরিজ পর শান্ত ও দীর্ঘদিন পর পুনরায় জাতীয় দলে ফিরলেন মেহেদি।
বিপিএলের শুরুর দিকে ধারাবাহিক ছিলেন না শান্ত। তবে শেষ দিকে এসে জ্বলে ওঠে তার ব্যাট। একমাত্র বাংলাদেশী হিসেবে ‘বঙ্গবন্ধু’ বিপিএলে সেঞ্চুরিও করেছেন তিনি। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে বিপিএলে ১১ ইনিংসেতার মোট রান ৩০৮। গত সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ দিয়ে প্রথমবারের মত টি-২০ দলে সুযোগ পান শান্ত। ঐ আসরে ২ ম্যাচে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর ভারত সফরে জায়গা হারান এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
২০১৮ সালে টি-২০ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মেহেদির। এবারের বিপিএলে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে নির্বাচকদের নজর কাড়েন তিনি। স্পিনার হিসেবে দলে তার পরিচিতি। কিন্তু পিঞ্চ হিটার হিসেবেও তিনটি হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি। ঢাকা প্লাটুনের হয়ে ২৫৩ রান ও ১২ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি।
শান্ত-মেহেদি দু’জনেরই টি-২০ অভিষেক হয়েছে। কিন্তু জাতীয় দলে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি কেউই। দলের সিনিয়র ও অভিজ্ঞরা পাকিস্তান সফরের দলে না থাকায়, আবারো সুযোগ আসলো শান্ত-মেহেদির। তাই দলে জায়গা পাকা পোক্ত করার এটিই সেরা সুযোগ তরুণ এ দুই ক্রিকেটারের।
মেহেদির দলে সুযোগ পাওয়াট নিশ্চিতই ছিলো। কিন্তু ভাগ্যের জোড়ে দলে ডাক পেলেন শান্ত। অভিজ্ঞ ইমরুল কায়েস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় সুযোগ হলো শান্তর। তিনি বলেন, ‘জাতীয় দলে ফিরে আসায় খুবই ভালো লাগছে। অবশেষে দলে সুযোগ পাওয়ায় আমি খুশী। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, পারফর্ম করা।’
বিপিএলের শেষদিকে রান পাওয়ায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন শান্ত। তিনি বলেন, ‘বিপিএলের শেষদিকে রান পাওয়ায় আমি এখন আত্মবিশ্বাসী। আশা করছি, পাকিস্তানে খেলার সুযোগ পেলে ফর্ম অব্যাহত রাখতে পারবো।’
বিপিএলের পিঞ্চ হিটার হিসেবে ব্যাট হাতে চমক দেখিয়েছেন মেহেদি। কিন্তু পাকিস্তান সফরে উপরের দিকে ব্যাটিং করার সুযোগ না পেলে কোন সমস্যা নেই বলে জানান তিনি, ‘আমি সব সময় স্বাভাবিক খেলার চেষ্টা করি। নির্বাচকরা আমাকে জাতীয় দলের জন্য যোগ্য মনে করেছেন, এজন্যই আমাকে দলে সুযোগ দিয়েছেন।’
টিম ম্যানেজমেন্ট থেকে পাওয়া পরিকল্পনা মাঠে কার্যকরের সর্বাত্মক চেষ্টা করবেন মেহেদি, ‘টিম ম্যানেজমেন্ট আমার কাছে যা চায়, আমি তাই করতে চাই। তারা আমাকে যেভাবে খেলাতে চায়, আমি সেভাবেই খেলবো। সর্বোপরি আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।’