বঙ্গবন্ধু জাতীয় নারী হ্যান্ডবল শুরু

176

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় নারী হ্যান্ডবল টুর্নামেন্ট।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন এক্সিম ব্যাংক লি: এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলি মিয়া। ফেডারেশনের সভাপতি এ. কে.এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো: নুরুল ইসলাম ও সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ।
উদ্বোধনী দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । প্রথম ম্যাচে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ১৮-১৫ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করেছে। এছাড়া পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ২৯-২০ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ আনসার ২৫-০৩ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে, বি জে এম সি ৩৪-০২ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে, জামালপুর জেলা জেলা ক্রীড়া সংস্থা ৪৪-০৫ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে এবং মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ১৫-১০ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
খেলা শুরুর আগে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম বাসুর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।