রুশোর টানা দুই

152

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যান রাইলি রুশো। গতকাল শেষ হওয়া বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএলে ১৪ ইনিংসে ৪৯৫ রান করেছেন তিনি। গত আসরে ১৩ ইনিংসে ৫৫৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুশো। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে ও গতকাল শেষ হওয়া টুর্নামেন্টে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন এই দক্ষিণ আফ্রিকান।
সদ্য শেষ হওয়া আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪ ইনিংসে ৪৯১ রান করেছেন তিনি। ১৫ ইনিংসে ৪৫৫ রান করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালসের ওপেনার লিটন দাস ও দলটির আরেক ব্যাটসম্যান পাকিস্তানের শোয়েব মালিক। ৪৪৪ রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের খেলোয়াড় ডেভিড মালানের।
‘বঙ্গবন্ধু’ বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সেঞ্চুরি হাফ-সেঞ্চুরি গড়
রিলি রৌসু (খুলনা টাইগার্স) ১৪ ১৪ ৪৯৫ ০ ৪ ৪৫.০০
মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স) ১৪ ১৪ ৪৯১ ০ ৪ ৭০.১৪
লিটন দাস (রাজশাহী রয়্যালস) ১৫ ১৫ ৪৫৫ ০ ৩ ৩২.৫০
শোয়েব মালিক (রাজশাহী রয়্যালস) ১৫ ১৫ ৪৫৫ ০ ৩ ৩৭.৯১
ডেভিড মালান (কুমিলøা ওয়ারিয়র্স) ১১ ১১ ৪৪৪ ১ ৩ ৪৯.৩৩