বাসস ক্রীড়া-৩ : ‘বঙ্গবন্ধু’ বিপিএলে ইএসপিএনক্রিকইনফোর পছন্দের সেরা একাদশে দেশের ছয়জন

112

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
‘বঙ্গবন্ধু’ বিপিএলে ইএসপিএনক্রিকইনফোর পছন্দের সেরা একাদশে দেশের ছয়জন
ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : ইএসপিএনক্রিকইনফোর ‘বঙ্গবন্ধু’ বিপিএল সেরা একাদশে ছয় জন বাংলাদেশী খেলোয়াড় জায়গা পেয়েছেন। গতকাল শেষ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলÿ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘বঙ্গবন্ধু’ বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল ফাইনাল শেষে টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। দলের নেতৃত্বে থাকছেন বিপিএলের ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল।
একাদশে ব্যাট হাতে শুরুর কাজটা সামলাবেন দেশীয় দুই ওপেনার রংপুর রেঞ্জার্সের মোহাম্মদ নাইম ও রাজশাহীর লিটন দাস। ১২ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৫৯ রান করেছেন নাইম। নাইমের সঙ্গী লিটনের রান ৪৫৫। তিনিও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। এবারের আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আছেন লিটন।
তিন নম্বরে আছেন খুলনা টাইগার্সের দÿিণ আফ্রিকার খেলোয়াড় রাইলো রুশো। ১৪ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৫ রান করেছেন তিনি। এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক রুশোই। টানা দ্বিতীয়বারের মত সর্বোচ্চ রানের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন রুশো। গেল আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫৫৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুশোই।
রুশোর সাথে মিডল-অর্ডার সামলাবেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম ও কুমিলøা ওয়ারিয়র্সের ডেভিড মালান। ৪টি হাফ-সেঞ্চুরিতে ৪৯১ রান করেছেন মুশফিক। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন মুশি। টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরিয়ান ছিলেন মালান। পাশাপাশি ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৪৪ রান করেছেন মালান। উইকেটরÿকের কাজটাও সামলাবেন মুশি।
সেরা একাদশের অধিনায়কত্বের ভার রাসেলের। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট-বল হাতে উজ্জল ছিলেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে ২২৫ রান করার পাশাপাশি ১৪টি উইকেটও নিয়েছেন রাসেল।
অফ-স্পিনার হিসেবে ঢাকা প্লাটুনের একাদশে ছিলেন মেহেদি হাসান। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে নিজেকে অন্যরুপে প্রকাশ করেন তিনি। পিঞ্চ হিটার হিসেবে ব্যাট হাতে রান তুলতেও পারদর্শীতা দেখিয়েছেন মেহেদি। ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৫৩ রান করেছেন মেহেদি। বল হাতেও ১২ উইকেট শিকারী ছিলেন এই ডান-হাতি। তাই রাসেলের সাথে একাদশে অলরাউন্ডার হিসেবেই জায়গা পেয়েছেন মেহেদি।
বোলারদের তালিকায় দুই বিদেশীর সাথে থাকছেন দুই দেশি খেলোয়াড়। চার বোলারের তিনজনই বাঁ-হাতি পেসার। খুলনা টাইগার্সের পাকি¯Íানের পেসার মোহাম্মদ আমির, কুমিলøার আফগানি¯Íানের স্পিনার মুজিব উর রহমান, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা ও রংপুর রেঞ্জার্সের পেসার মু¯Íাফিজুর রহমান। ২০টি করে উইকেট শিকার করেছেন আমির ও মু¯Íাফিজুর। মেহেদির শিকার ১৮টি ও মুজিবের ১৫টি।
‘বঙ্গবন্ধু’ বিপিএলে ইএসপিএনক্রিকইনফোর পছন্দের সেরা একাদশ : মোহাম্মদ নাইম (রংপুর রেঞ্জার্স), লিটন দাস (রাজশাহী রয়্যালস), রাইলো রুশো (খুলনা টাইগার্স), মুশফিকুর রহিম (খুলনা টাইগার্স), ডেভিড মালান (কুমিলøা ওয়ারিয়র্স), আন্দ্রে রাসেল (রাজশাহী রয়্যালস), মেহেদি হাসান (ঢাকা প্লাটুন), মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স), মুজিব উর রহমান (কুমিলøা ওয়ারিয়র্স), মেহেদি হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ও মু¯Íাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স)।
বাসস/এএসজি/এএমটি/১৭৪০/স্বব