বাসস দেশ-১২ : আব্দুল মান্নানের প্রতি অন্তিম শ্রদ্ধায় তথ্যমন্ত্রী

108

বাসস দেশ-১২
তথ্যমন্ত্রী-মান্নান-শ্রদ্ধা
আব্দুল মান্নানের প্রতি অন্তিম শ্রদ্ধায় তথ্যমন্ত্রী
ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২০ (বাসস) : তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সংসদ সদস্য আব্দুল মান্নানের মরদেহ দেখতে রাজধানীর বারডেম হাসপাতালে গিয়েছিলেন।
আজ শনিবার দুপুরে তথ্যমন্ত্রী রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে আব্দুল মান্নানের মরদেহ দেখতে যান।
কৃষিবিদ আব্দুল মান্নান শনিবার সকাল ৮ টা ১৫ মিনিটে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
একই সাথে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/বিকেডি/১৫৫০/এএএ