বাসস দেশ-৪০ : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

482

বাসস দেশ-৪০
হিন্দু-কল্যাণ ট্রাস্টে
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ১৪ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়।
আজ এক তথ্যবিবরণীতে বলা হয়, পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো: আব্দুল্লাহ। ট্রাস্টি বোর্ডের ২ জন সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন নারায়ন চন্দ্র চন্দ এমপি এবং মনোরঞ্জন শীল গোপাল এমপি। আর পদাধিকারবলে সদস্য হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম।
একুশ সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন সুব্রত পাল (কিশোরগঞ্জ), এ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক (কিশোরগঞ্জ), রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু (কিশোরগঞ্জ), রেখা রাণী গুণ (মানিকগঞ্জ), সুভাষ চন্দ্র সাহা-(টাংগাইল) , অধ্যাপক ড. অসীম সরকার(গোপালগঞ্জ), অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত (ঢাক) , উত্তম কুমার শর্মা (চট্টগ্রাম), বাবুল চন্দ্র শর্মা(কক্সবাজার), তপন কুমার সেন (রাজশাহী), অংকুর জিৎ সাহা নব(সিরাজগঞ্জ), নান্টু রায় (খুলনা), শ্যামল সরকার (যশোর), সুরঞ্জিত দত্ত লিটু (বরিশা), ভানু লাল দে(বরিশাল), অশোক মাধব রায়(হবিগঞ্জ), ইঞ্জিনিয়ার পি. কে. চৌধুরী (সিলেট), কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু (রংপুর), ববিতা রানী সরকার (নীলফামারী) এ্যাডভোকেট অসিত কুমার সরকার (নেত্রকোনা) ও ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত (ময়মনসিংহ)।
বাসস/তবি/কেসি/২১১৮/এবিএইচ