বাসস দেশ-৩৮ : সগিরা মোর্শেদ হত্যাকান্ডে জড়িত চারজনের বিরুদ্ধে চার্জশিট

466

বাসস দেশ-৩৮
সগিরা হত্যা-চার্জশিট
সগিরা মোর্শেদ হত্যাকান্ডে জড়িত চারজনের বিরুদ্ধে চার্জশিট
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যার ঘটনায় জড়িত চারজনের মৃত্যুদন্ড চেয়ে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ মামলার আসামিরা হচ্ছে- নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান এবং ভাড়াটে খুনি মারুফ রেজা।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ১হাজার ৩০৯পৃষ্ঠার চার্জশিট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে দাখিল করে পিবিআইয়ের পরিদর্শক মো. রফিক।
রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যার ৩০ বছর পর ঘটনার রহস্য উদঘাটন করলো পিবিআই।
১৯৮৯ সালের ২৫ জুলাই রাজধানীর সিদ্ধেশ্বরীতে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় সগিরা মোর্শেদকে। পিবিআই দীর্ঘদিনের মামলাটি দায়িত্ব নিয়ে দ্রুত সময়ে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনেছে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২১১২/শআ