বাসস দেশ-৩৬ : ডাকঘরের বিদ্যমান জনবলের সাথে ১৮ হাজার উদ্যোক্তা সংযুক্ত করা হচ্ছে : মোস্তাফা জব্বার

227

বাসস দেশ-৩৬
ডাক উদ্যোক্তা-সম্মেলন
ডাকঘরের বিদ্যমান জনবলের সাথে ১৮ হাজার উদ্যোক্তা সংযুক্ত করা হচ্ছে : মোস্তাফা জব্বার
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাক অধিদপ্তরকে সময়-উপযোগি করে গড়ে তুলতে সর্বাতœক উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘৯০০টি ডিজিটাল সেবা ডাকঘরের মাধ্যমে তৃণমূল মানুষের কাছে ডাক-সেবা পৌঁছে দিতে ডাকঘরের বিদ্যমান জনবলের সাথে ১৮ হাজার উদ্যোক্তা সংযুক্ত করা হচ্ছে। ডিজিটাল ডাকঘর বিনির্মাণের শক্তি ইতোমধ্যে আমরা বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।’
মোস্তাফা জব্বার আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০’ উপলক্ষে আয়োজিত ডাক বিভাগের উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র, এটুআই প্রকল্পের পলিসি এক্সিকিউটিভ আনির চৌধুরী, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ মিশুক এবং উদ্যোক্তাদের পক্ষে শাম্মী আক্তার ও তানভির আহমেদ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী ৮৫০০ ডিজিটাল ডাকঘরে নগদ সেবা, নগদ সেবার সাথে রবির ৫ কোটি গ্রাহক অন্তর্ভূক্তি ও জিপিওসহ ২০টি নতুন ডাকঘর এবং ১৮টি ডাকঘরের সংস্কার কাজের উদ্বোধন করেন।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে বিদ্যমান ইউনিয়ন ডিজিটাল ভিত্তিক সেবা যথেষ্ট নয়। তাই মানুষের ডিজিটাল সেবার বর্ধিত চাহিদা মেটাতে ডাকঘর একই সেবা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, ‘ডাকঘরগুলোতে মোবাইল ফিন্যান্স যুক্ত হচ্ছে। ডিজিটাল ডাক সেবায় আমরা ইতোমধ্যে একটা দৃশ্যমান অবস্থায় উপনীত হয়েছি।’
মন্ত্রী এই অনুষ্ঠানে ডাকঘরের উদ্যোক্তাদের ডিজিটাল বাংলাদেশের সৈনিক হিসেবে অভিহিত করেন।
বাসস/সবি/জেডআরএম/২১০২/এএএ