বাসস দেশ-৩১ : দেশকে সমৃদ্ধ করতে উপকূলীয় অঞ্চলের সমস্যা সমাধান জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী

238

বাসস দেশ-৩১
জাহিদ- ফারুক- সেমিনার
দেশকে সমৃদ্ধ করতে উপকূলীয় অঞ্চলের সমস্যা সমাধান জরুরি : পানি সম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধ করতে উপকূলীয় অঞ্চলের বিদ্যমান সমস্যা সমাধান জরুরি। অবকাঠামোগত উন্নয়ন যতই হোক, দুর্যোগের হাত থেকে রক্ষা করতে না পারলে জনগণ সুফল পাবে না।
আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাসটেইনেবল কোস্টাল ডেভেলপমেন্ট অপর্চোনিটিজ চ্যালেঞ্জ এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাহিদ ফারুক আরো বলেন, ইতোমধ্যে বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলে বাঁধ নির্মাণ ও তীররক্ষাসহ একাধিক কাজে বৈদেশিক অর্থায়নে প্রায় ৩২৮ কোটি টাকার বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে যা ২০২২ সালে শেষ হবে। এছাড়া শতবর্ষের পরিকল্পনা ডেল্টা প্ল্যানের হটস্পটগুলোর মধ্যে ৮০ ভাগ কাজ পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, যা বাস্তবায়নে একাধিক প্রকল্প নেয়া হয়েছে। নতুন প্রকল্প নেয়ার লক্ষ্যে বৈদেশিক উন্নয়ন অংশীদারদের সাথে আলোচনা চলমান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নদীভাঙ্গন, সাইক্লোনের প্রভাব, জনগণের আর্থ-সামাজিক ক্ষতি, বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ে সরকার সর্বদা সচেতন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক কে এম আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন।
বাসস/তবি/এমএআর/২০১৯/এইচএন