বাসস দেশ-৩০ : পাবনায় জাতীয় নেতা এম মনসুর আলী’র জন্ম বার্ষিকী উপলক্ষে স্মরণসভা

229

বাসস দেশ-৩০
জন্ম বার্ষিকী- মনসুর আলী
পাবনায় জাতীয় নেতা এম মনসুর আলী’র জন্ম বার্ষিকী উপলক্ষে স্মরণসভা
পাবনা, ১৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : পাবনায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর জন্ম বার্ষিকী।
আজ বৃহস্পতিবার পাবনা শহীদ এম. মনসুর আলী কলেজে তার ১০৩তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।
এই উপলক্ষে পাবনা শহীদ এম মনসুর আলী কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, ক্যাম্পাস ও প্রধান সড়কে আনন্দ র‌্যালী, কলেজ মিলনায়তনে কেক কাটা, স্মরণ সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী অনুষ্ঠিত হয়।
কলেজের গভনিং বডির সভাপতি পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল হাসান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ খান, উৎযাপন কমিটির আহবায়ক শেখ আল মাহমুদ সবুজ ও গভনিং বডির সদস্য ড. মো হাবিবুল্লাহ।
বাসস/সংবাদদাতা/এমএআর/২০০০/এবিএইচ