কেন্দ্রীয় চুক্তিতে নেই ধোনি

200

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি, ২০১৯ (বাসস/এএফপি) : ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকায় নেই মহেন্দ্র সিং ধোনি। আজ প্রকাশিত চুক্তি থেকে বাদ পড়ায় ৩৮ বছর বয়সী অভিজ্ঞ এ খেলোয়াড়ের ভবিষ্যত নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হলো।
গত জুলাইয়ে ইংল্যান্ড বিশ্বকাপের পর ক্লাব কিংবা জাতীয় দলে অনুপস্থিত আছেন ধোনি এবং এ উইকেটরক্ষকের অবসর ঘোষণা সময়ের ব্যপার মাত্র ধারণা করা হচ্ছিল।
সাবেক এ অধিনায়ক বিশ্বকাপের পর গত বছর শেষ দিকে ভারতীয় সেনাবাহিনীর অনারারি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ঝঞ্জা-বিক্ষুদ্ধ কাশ্মির ইউনেট দায়িত্ব পালন করেন। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের সঙ্গে যাননি তিনি।
তারপর কোন সিরিজেই কেলেননি তিনি এবং চলতি মাসে নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলেও নেই তার নাম।
২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ধোনি। তবে ২০১৭ সালে বিরাট কোহলির হাতে অধিনায়কত্ব ছেড়ে দিলেও সিমিত ওভারে দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
তবে আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ খেলতে পারেন ধোনি।
আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) ধোনি চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে।
ধোনির জায়গায় উইকেটরক্ষক হিসেবে ২২ বছর বয়সী ঋষভ পান্থকে প্রস্তুত করছেন ভারতীয় নির্বাচকরা।