সামাজিক বনায়নের মাধ্যমে সরকারের রাজস্ব আয় প্রায় ৪৪৪ কোটি ৯ লাখ টাকা : শাহাব উদ্দিন

226

সংসদ ভবন, ১৬ জানুয়ারি ২০২০ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সামাজিক বনায়নের মাধ্যমে সরকারের ৪৪৪ কোটি ৮ লাখ ৮১ হাজার ৫৮১ টাকার রাজস্ব আয় হয়েছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তিনি বলেন, ১৯৮১-’৮২ অর্থ বছর থেকে গত অর্থ বছর পর্যন্ত মোট ৯৯ হাজার ১২৬ হেক্টর এবং ৭৩ হাজার ২২৩ কিলোমিটার বাগান সৃজন করা হয়। এই সব বনে ৭ লাখ ১ হাজার ৭৩২ জন উপকারভোগি সম্পৃক্ত রয়েছেন। এর মধ্যে ৫ লাখ ৬৭ হাজার ৬২৮ জন পুরুষ ও ১ লাখ ৩৩ হাজার ৭৪৪ মহিলা রয়েছে।
মন্ত্রী বলেন, ১৯৮১-’৮২ অর্থ বছর থেকে গত অর্থ বছর পর্যন্ত পুনঃবনায়নের জন্য বৃক্ষ রোপন তহবিলে ১১৯ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার ৬৬৪ টাকা রয়েছে।
শাহাব উদ্দিন আরো জানান, সামাজিক বনায়নে সৃজিত বাগান সংশ্লিষ্ট উপকারভোগীদের সহায়তায় যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। এছাড়া বিধিমালা অনুযায়ি বাগানের ১০ শতাংশ টাকা বৃক্ষ রোপন তহবিলে রাখা হয়।