বাসস দেশ-২১ : মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে জাতীয় পুনঃজাগরণ ঘটাতে হবে : ইনু

156

বাসস দেশ-২১
বঙ্গবন্ধু-ইনু-খনি
মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে জাতীয় পুনঃজাগরণ ঘটাতে হবে : ইনু
কুষ্টিয়া, ১৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর সোনার খনি।
তিনি বলেন, মুজিব বাঙালী জাতির চিরায়ত দর্শন-আর্দশ-নৈতিকতা-সংস্কৃতি ও সংগ্রামের সোনার খনি।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু আজ দুপুরে জেলার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু বলেন, মুজিববর্ষে মুজিব নামের সোনার খনি খুঁড়ে মুজিবাদর্শকে বের করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সেই আলোকে উজ্জিবীত করতে হবে।
তিনি আরো বলেন, জাতীয় চেতনার পূন:জাগরণের জন্য মুজিববর্ষে মুজিবের আর্দশ জানতে হবে।
তিনি ভেড়ামারা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু’র কর্ণার এবং ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজেরও উদ্বোধন করেন ।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৮১৮/জেহক