বরগুনায় ‘সম্প্রীতি বাংলাদেশ’র সংলাপ অনুষ্ঠিত

183

বরগুনা, ১৬ জানুয়ারি, ২০২০ (বাসস) : জেলায় বৃহস্পতিবার বেলা ১১টায় ‘সম্প্রীতি বাংলাদেশ’র সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সংলাপের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ নামের সংগঠন।
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বরগুনা ১ আসনের জাতীয় সংসদ সদস্য, মৎস্য ও
প্রাণীস¤পদ মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
সংলাপে আলোচনা করেন সাবেক সচিব ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন আহমেদ, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিমান চন্দ্র বড়–য়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আবদুর রশিদ মিয়া, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব দাস, নারী নেত্রী নিগাত সুলতানা আজাদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক স¤পাদক মাওলানা আলতাফ হোসেন, হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিরা। এর আগে বুধবার রাতে সম্প্রীতি বাংলাদেশের প্রতিনিধিরা বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।