বাসস দেশ-৩৪ : বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান হোসনে আরা তালুকদারের

271

বাসস দেশ-৩৪
বেতার-ডিজি
বেতারের মহাপরিচালক হিসেবে যোগদান হোসনে আরা তালুকদারের
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২০ (বাসস) : বাংলাদেশ বেতারের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক (ডিজি) হিসেবে আজ যোগদান করেছেন হোসনে আরা তালুকদার।
তিনি বিসিএস (তথ্য) সাধারণ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ১৪ জানুয়ারি তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ দেয়া হয়। মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি উপ-মহাপরিচালক (বার্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হোসনে আরা তালুকদার ১৯৬২ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ইনস্টিটিউট থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বাসস/সবি/এমএন/২০৩৪/শআ