বাসস দেশ-২৬ : পতেঙ্গা সৈকত থেকে ৩শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

108

বাসস দেশ-২৬
চট্টগ্রাম-পতেঙ্গা-উচ্ছেদ
পতেঙ্গা সৈকত থেকে ৩শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম, ১৫ জানুয়ারি, ২০২০ (বাসস) : পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে আজ ৩শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষ (সিডিএ)।
ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে সিডিএ’র একটি দল আজ বুধবার সকাল ১১টা থেকে একটানা ৫ ঘণ্টা অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বাসসকে জানান, পতেঙ্গা সমুদ্র সৈকতে ছোট ছোট দোকান নির্মাণ করে কতিপয় ব্যক্তি মার্কেটের মতো গড়ে তুলেছিলেন। এসব অবৈধ স্থাপনার জন্য কর্ণফুলী টানেল সংযোগ সড়কের কাজে ব্যাঘাত হচ্ছিল। জেলা প্রশাসন থেকে বারবার তাগাদা দেয়া সত্ত্বেও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নেয়নি বলে জানান তিনি। তিনি বলেন, অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হলো।
বাসস/কেএস/এফএইচ/১৯২০/এএএ