বাসস ক্রীড়া-১৬ : জিম্বাবুয়ে টেস্টের জন্য ১৫ সদস্যের শ্রীলংকা দল

256

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-শ্রীলংকা
জিম্বাবুয়ে টেস্টের জন্য ১৫ সদস্যের শ্রীলংকা দল
কলম্বো, ১৪ জানুয়ারী, ২০২০(বাসস/এএফপি): জিম্বাবুয়ে সফরে আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলংকা ক্রিকেট(এসএলসি)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার পর এটাই হবে জিম্বাবুয়ের মাটিতে প্রথম টেস্ট সিরিজ।
সিরিজের দুই টেস্টই অনুষ্ঠিত হবে হারারেতে। আগামী রোববার প্রথম টেস্ট এবং ২৭ জানুয়ারী সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে বলে এসএলসির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সফরে ২০১৮ সালে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছে জিম্বাবুয়ে। ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত বছর জুলাই মাসে জিম্বাবুয়ে ক্রিকেটকে সাময়িক বরখাস্ত করে আইসিসি। তবে তিন মাস পরই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বিশ্ব ক্রিকেটের নির্বাহি সংস্থা।
শ্রীলংকা দল: দিমুথ করুনারতেœ(অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলরুযান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লক্ষন সান্দাকান, সুরঙ্গ লাকমাল।
বাসস/এএফপি/স্বব/২০২০/এএমটি