বাসস ক্রীড়া-১৪ : গেইল ঝড়ের অপেক্ষায় চট্টগ্রাম

269

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
গেইল ঝড়ের অপেক্ষায় চট্টগ্রাম
ঢাকা, ১৪ জানুয়ারি ২০২০ (বাসস) : ক্রিস গেইল, ব্যাট হাতে স্ট্রাইকে থাকলেই চার-ছক্কার ফুলঝুড়ি। কিন্তু এখন পর্যন্ত চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গেইল ঝড় দেখা যায়নি। কিন্তু এবারের আসরের শেষ পর্ব খেলতে ঢাকায় আসেন গেইল। তাই খুব বেশি ম্যাচও খেলা হয়নি তার। সবে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন গেইল। রান করেছেন সর্বসাকুল্যে ৮৪।
প্রথম দু’টি ম্যাচ ছিলো রাজশাহী রয়্যালসের বিপক্ষে ও একটি খেলেছেন ঢাকা প্লাটুনের বিপক্ষে। রাজশাহীর বিপক্ষে প্রথম দেখায় ১টি চার ও ৩টি ছক্কায় ২৩, একই দলের বিপক্ষে দ্বিতীয় দেখায় ২১ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৩ ও ঢাকার বিপক্ষে ৪৯ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৩৮ রান করেন গেইল। যা গেইলের সাথে মোটেও মানানসই না। তাই আগামীকাল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে গেইলের কাছ থেকে বড় ইনিংস দেখতে চায় চট্টগ্রাম। আজ এমনটাই জানান চট্টগ্রামের অলরাউন্ডার মুক্তার আলী।
মুক্তার আলী বলেন, ‘তার উপস্থিতি দলকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। গেইল যদি তার স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তবে কারও পারফরমেন্সের প্রয়োজন পড়ে না। নিজের দিনে একাই ম্যাচ শেষ করে দেয়ার ক্ষমতা ও সামর্থ্য রাখে গেইল। এটিই তার প্রধান বৈশিষ্ট্য। যদি কাল গেইল ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারে, আমি মনে করি রাজশাহী আমাদের বিপক্ষে জিততে পারবে না। এমনকি কেউ আমাদের হারাতেও পারবে না।’
টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সের পরও এলিমিনেটর খেলতে হয়েছে চট্টগ্রামকে। তারপরও এলিমিনেটরে ঢাকা প্লাটুনের বিপক্ষে নিজেদের সেরা পারফরমেন্স করে চট্টগ্রাম। তাই দল অনেক বেশি আত্মবিশ্বাসী বলে জানান মুক্তার। এ জন্য দ্বিতীয় কোয়ালিফাইয়ারে কোন ধরনের চাপ নিতে চান না তিনি, ‘আসলে এখানে চাপের কিছু নেই। আমরা প্রথম থেকে এক নম্বরে ছিলাম। আমরা কখনও চিন্তা করিনি হঠাৎ করে তিন নম্বরে চলে যাব। এখন যেহেতু আমাদের জন্য এই পরিস্থিতি চলে এসেছে, আমরা চাই ম্যাচ বাই ম্যাচ জিততে। একটা জিতেছি, দ্বিতীয় ম্যাচটি চেষ্টা করব জিততে। এরপর ফাইনালে উঠলে ফাইনাল নিয়ে চিন্তা করবো।’
বাসস/এএসজি/এএমটি/১৯৫৫/স্বব