বাজিস-৮ : গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

112

বাজিস-৮
গোপালগঞ্জ-দুর্ঘটনা
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
গোপালগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় আজ সকালে জিমিতে পাতা ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে আটকা পড়ে মোশাহাক সিকদার (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সোনাকুড় পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোশাহাক সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় পূর্বপাড়া এলাকার সলেমান সিকদারের পুত্র।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মোশাহাক সিকদার বাড়ি থেকে বের হয়ে কাজ করার জন্য জমিতে যাচ্ছিলেন।এসময় পার্শবর্তি ওসিকুর সিকদারের ইরি ধানের জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই পড়েছিলেন কৃষক মোশাহাক সিকদার। পরে দুপুরে স্থানীয়রা ওই কৃষককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮৩০/এমকে