বাজিস-৭ : বগুড়ায় বেআইনি ইটভাটা বন্ধ, একলাখ টাকা জরিমানা

114

বাজিস-৭
বগুড়া- ইটভাটা
বগুড়ায় বেআইনি ইটভাটা বন্ধ, একলাখ টাকা জরিমানা
বগুড়া, ১৪ জানুয়ারি ২০২০ (বাসস): জেলার সদর পৌর এলাকায় আজ বেআইনিভবে চালু একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অন্যদিকে, শাহজাহানপুর উপজেলায় একটি ইটভাটার পরিবেশের ছাড়পত্র না থাকা ও জনবসতি এলাকায় হওয়ায় একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জেলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক আশারাফুজ্জামান জানান, বগুড়া পৌরসভার সুজাবাদ এলাকার বেআইনিভাবে চালু মেসার্স আশরাফী ব্রিকস্ (এবিএফ মার্কা) ইটভাটাটি পরিবেশ ছাড়পত্র বিহীন চলছিল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহুরুল ইসলামের নেতৃত্বে সুজাবাদ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এবিএফ মার্কা ইটভাটাটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
তিনি জানান, অন্যদিকে শাজাহানপুর উপজেলার সাজাপুরে জনৈক মামুনুর রশিদের একটি ইটভাটা (এমএসবি) পরিবেশ ছাত্রপত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন যাবৎ চলছিল। আইন অমান্যকরে ইটভাটায় ইট প্রস্তুত করায় সেটির মালিককে একলাখ টাকা জরিমান করে ভ্রাম্যমান আদালত।
বাসস/সংবাদদাতা/১৮৩০/এমকে