বাসস দেশ-১৩ : অর্থপাচার মামলায় এনামুল-রূপন ৪ দিনের রিমান্ডে

129

বাসস দেশ-১৩
এনামুল-রিমান্ড
অর্থপাচার মামলায় এনামুল-রূপন ৪ দিনের রিমান্ডে
ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২০ (বাসস) : ক্যাসিনো ব্যবসা পরিচালনার অভিযোগে গ্রেফতার হওয়া রাজধানীর গেন্ডারিয়ার বাসিন্দা এনামুল হক ও তার ভাই রূপন ভূঁইয়াকে অর্থপাচার মামলায় আজ চার দিনের এবং তাদের সহযোগি সানি মোস্তফাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তিন জনের এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় সূত্রাপুর থানার মানিলন্ডারিং মামলায় রূপমের বিরুদ্ধে দশ দিনের এবং গেন্ডারিয়া থানার মানিলন্ডারিং মামলায় এনামুল ও সানি মোস্তফার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাশেজ চৌধুরী রূপম ও এনামুলের চার দিন এবং সানি মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার হিরোন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার সকালে তাদের ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তারা কেরানীগঞ্জে মোস্তফার বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তারা বেনামি পাসপোর্ট তৈরি করে ভারত হয়ে নেপাল যাওয়ার পরিকল্পনা করছিলেন বলে পুলিশ জানায়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭৪৫/জেহক