লিবিয়ায় অস্ত্রবিরতির জন্যে চাপ অব্যাহত রাখবে রাশিয়া: ল্যাভরভ

328

কলম্বো, ১৪ জানুয়ারি, ২০২০(বাসস ডেস্ক): লিবিয়ায় অস্ত্রবিরতি চুক্তির জন্যে চাপ অব্যাহত রাখবে রাশিয়া।
রুশপররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ মঙ্গলবার এ কথা বলেন।
অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর না করেই লিবিয়ার শক্তিশালী সামরিক নেতা খলিফা হাফতার মস্কো ত্যাগ করার পর তিনি এ মন্তব্য করেন।
কলম্বোয় এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, ‘এখন এ বিষয়ে সুনির্দিষ্ট কোন ফলাফল অর্জিত না হলেও আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো।’