বাসস বিদেশ-৩ : অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর ছাড়াই লিবিয়ার হাফতারের মস্কো ত্যাগ

130

বাসস বিদেশ-৩
লিবিয়া-সংঘাত-রাশিয়া-কূটনীতি
অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর ছাড়াই লিবিয়ার হাফতারের মস্কো ত্যাগ
মস্কো, ১৪ জানুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : সামরিকভাবে শক্তিশালী লিবিয়ার পূর্বাঞ্চলীয় নেতা জেনারেল খলিফা হাফতার দেশটির নয় মাসের যুদ্ধের অবসানে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর ছাড়াই মস্কো ত্যাগ করেছেন। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপি’কে একথা নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধান ফয়েজ আল- সরাজের ইতোমধ্যে স্বাক্ষর করা চুক্তিটি দেখার জন্য হাফতারকে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বলা হলেও তিনি এটি স্বাক্ষর না করেই রাশিয়া ত্যাগ করেন।
বাসস/এমএজেড/১৪৪০/জুনা