বাসস দেশ-৫০ : গ্রামীণ স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক ভূমিকা রাখছে : মন্ত্রী পরিষদ সচিব

427

বাসস দেশ-৫০
কম্বল -বিতরণ
গ্রামীণ স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক ভূমিকা রাখছে : মন্ত্রী পরিষদ সচিব
টাঙ্গাইল, ১৩ জানুয়ারি, ২০২০ (বাসস) : গ্রামীণ স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবায় এর ভূমিকা অপরিসীম। শহর থেকে গ্রাম পর্যায়ে চিকিৎসাসেবা পৌছে দিতেই সরকার কমিউনিটি ক্লিনিকগুলো স্থাপন করেছে।
মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সোমবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন্নাহার বেগম।
আনোয়ারুল ইসলাম বাল্যবিবাহ ও নারী স্বাস্থ্যের ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরে বাল্যবিবাহ, ইভটিজিং ও যৌতুক প্রথা থেকে বিরত থাকতে সবার প্রতি আহবান জানান।
পরে দিনব্যাপী যমুনা ব্যাংক ফাউনেডশনের উদ্যোগে দুস্থ্যদের মাঝে কম্বল, ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের চক্ষু, গাইনী, ডায়াবেটিস রোগের চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএআর/২৩১৫/এবিএইচ