ফাইনালে উঠার লড়াইয়ে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ রাজশাহী

207

ঢাকা, ১৩ জানুয়ারি ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালের টিকিট পাবে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলবে। সেখানে ইতোমধ্যে নাম তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজকের দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে নাম তুলে চট্টগ্রাম। আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফাইয়ার।
এবারের আসরে লিগ পর্ব শেষে ১২ ম্যাচ শেষে সমান ১৬ করে পয়েন্ট ছিলো খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের। কিন্তু রান রেটে এগিয়ে শীর্ষস্থান দখল করে খুলনা। দ্বিতীয় স্থানে ছিলো রাজশাহী।
খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, শামসুর রহমান, রিলি রৌসু, রবি ফ্রাইলিঙ্ক, নাজিবুল্লাহ জাদরান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম ও শফিউল ইসলাম।
রাজশাহী রয়্যালস একাদশ : আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, আবু জায়েদ ও মোহাম্মদ ইরফান।