দক্ষিণ কোরীয় অ্যাপারেল কোম্পানির চট্টগ্রাম ইপিজেডে ৫২ দশমিক ২৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

337

ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২০ (বাসস) : দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান মেসার্স জে ডব্লিউ অ্যাপ্যারেল লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ৫২ দশমিক ২৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে যাচ্ছে।
সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই শিল্প প্রতিষ্ঠান বার্ষিক ২১ লাখ পিস বিভিন্ন প্রকার পোশাক সামগ্রী উৎপাদন করবে যার মধ্যে জ্যাকেট, প্যান্ট, ভেস্ট, ব্লাংকেট উল্লেখযোগ্য। জে ডব্লিউ অ্যাপ্যারেলে ১৩৩৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ লক্ষ্যে আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জে ডব্লিউ অ্যাপ্যারেল লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান এবং মেসার্স জে ডব্লিউ অ্যাপ্যারেল লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক জি ওয়ান ওহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (অর্থ) মো. মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।