বাসস দেশ-৩০ : এনএসডিএ দক্ষতা সংক্রান্ত সকল প্রকল্প সমন্বয়, পরিবীক্ষণ করবে

105

বাসস দেশ-৩০
এনএসডি-প্রকল্প-সমন্নয়
এনএসডিএ দক্ষতা সংক্রান্ত সকল প্রকল্প সমন্বয়, পরিবীক্ষণ করবে
ঢাকা, ১৩ জানুয়ারী, ২০২০ (বাসস) : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশে দক্ষতা সংশ্লিষ্ট সকল প্রকল্প এবং কর্মসূচি সমন্বয়, পরিবীক্ষণ ও মূল্যায়ন করবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই মর্মে জারিকৃত এক আদেশে আজ বলা হয়, দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্প গ্রহণের প্রাক্কালে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মতামত গ্রহণ করতে হবে। এ সকল প্রকল্প গ্রহণ, অনুমোদন এবং মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে এনএসডিএ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে উল্লেখ করে আদেশে বলা হয়, এনএসডিএ দক্ষতা সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পরিবীক্ষণপূর্বক প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থায় এবং আইএমইডিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবে। প্রকল্প বাস্তবায়ন শেষে এনএসডিএ নিজস্ব পদ্ধতিতে প্রকল্প মূল্যায়ন করবে এবং মূল্যায়ন প্রতিবেদন কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থাপন করবে।
উন্নয়ন সহযোগীর সহায়তাপুষ্ট দক্ষতা সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও একই নীতি অনুসৃত হবে। এ লক্ষ্যে সকল মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন জানান যে দ্বৈততা পরিহার, যথার্থতা নিশ্চিতকরণ, সেক্টরের চাহিদা পূরণ, অগ্রাধিকার অনুসরণের বিষয় লক্ষ্য রেখে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন এবং তার সুফল লাভে এই পরিপত্র দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাসস/এসএইচ/এমএএস/১৯৩০/কেএমকে