বাসস দেশ-২৬ : নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল

122

বাসস দেশ-২৬
তাবিথ-নির্বাচন-প্রচারণা
নির্বাচনী প্রচারণায় বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল
ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের (ডিএনসিসি) বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আজ দুপুরে রাজধানীর ফার্মগেইট এলাকায় চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেছেন।
গণসংযোগকালে তাবিথ আউয়াল বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে প্রচার ও গণসংযোগ শুরু করেছি। ঢাকাকে বাঁচাতে আমাদের এখন থেকে সকল ধরনের পরিকল্পনা কাজ শুরু করতে হবে। আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।
এর আগে সকালে রাজধানীর ফার্মগেট তেজকুনি পাড়া কলমিলতা মার্কেট থেকে চতুর্থ দিনের মতো প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল।
সকালে ফার্মগেট আলরাজি হাসপাতালের পাশে কলমিতলা মার্কেট থেকে নির্বাচনী প্রচার শুরু করে তেজকুনি পাড়া, রেলওয়ে মার্কেট, বিজ্ঞান কলেজ, কাওরান বাজার, তেঁজগাও ট্রাক স্ট্যান্ড, সাতরাস্তা, বেগুন বাড়ি, নাবিস্কো ও ২৫ নং ওয়ার্ডে গণসংযোগ করছেন তাবিথ আউয়াল।
এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন ও কুশলা বিনিময় করেন।
এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর যুবদল, ছাত্রদলসহ বিএনপি ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এর আগে তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটি করর্পোরেশনের বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৯১৭/এসই