বাসস দেশ-১২ : সহকারী সচিব রেজাউল করিমের ইন্তেকাল

376

বাসস দেশ-১২
ইন্তেকাল-শোক
সহকারী সচিব রেজাউল করিমের ইন্তেকাল
ঢাকা, ৭ জুলাই, ২০১৮ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রেজাউল করিম শুক্রবার রাজধানীর বারডেম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর।
তিনি এক কন্যা সন্তান ও স্ত্রীসহ অসংখ্যা আত্মীয়-স¦জন রেখে গেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় তিনি বলেন, রেজাউল করিম তার কর্মস্থলে স¦চ্ছতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান রেজাউল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
রেজাউল করিমের প্রথম জানাযা ঢাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায় অনুষ্ঠিত হওয়ার পর আজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বাসস/সবি/এসএস/১৮৩৬/কেজিএ