বাজিস-৩ : চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

120

বাজিস-৩
চাঁদপুর-ভোট গ্রহণ
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে
চাঁদপুর, ১৩ জানুয়ারি, ২০২০ (বাসস) : জেলার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে এই প্রথম এখানে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৮ জন ভাইস-চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলার ৬ টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৮০ হাজার ২৩৪ জন। পুরুষ ভোটার ৪১ হাজার ৪১৭ এবং নারী ভোটার ৩৮ হাজার ৮১৭ জন। ৩১টি ভোট কেন্দ্রের ২০০ কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে এখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার মধ্যরাতে এসব উপজেলায় আনুষ্ঠানিক প্রচার শেষ হয়। রোববার নির্বাচনী উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হয়। ইভিএম এ ভোট দেয়ার জন্য কয়েকদফা ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি আমরা। ভোট গ্রহণে নিরাপত্তার জন্য বিজিবি, কোষ্টগার্ড, পর্যাপ্ত র‌্যাব, পুলিশ, আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত কোন কেন্দ্র থেকে সমস্যার খবর পাওয়া যায় নি। এখন পর্যন্ত কোন প্রার্থী আমাদের কাছে কোন অভিযোগ করেনি। ভোটারদের উপস্থিতি খুব ভালো এখন পর্যন্ত ।
স্থানীয় উত্তর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার হোসনেয়ারা বলেন, জীবনে প্রথম ইভিএম এ ভোট দিলাম, খুব সুন্দর সময় কম লাগে। চর কৃষ্ণপুর ভোট কেন্দ্রের পুরুষ ভোটার ইয়াকুব আলী জানান, এখানে আমরা ইভিএেেম ভালো ভাবেই ভোট দিলাম, কোন সমস্যা এখনো হচ্ছেনা, প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, হাইমচর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। এখানে খুব শুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ চলছে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
বাসস/সংবাদদাতা/১৪২০/নূসী।