বাসস দেশ-১ : স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

123

বাসস দেশ-১
হাইকোর্ট-রায়
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল
ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২০ (বাসস) : পটুয়াখালীর গলাচিপায় খাদিজা আক্তার হ্যাপি হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারের মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
এ বিষয়ে ডেথ রেফারেন্স গ্রহণ করে আজ সোমববার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বশির উল্লাহ, সহকারী এটর্নি জেনারেল মিজানুর রহমান খান, রাজা কামরুল ইসলাম ও ব্যারিস্টার আল মামুন।
২০১৪ সালের ২ খাদিজা আক্তার হ্যাপিকে হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারকে মৃত্যুদন্ড ও স্বামীর বন্ধু জাফর হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র সিকদার। একই সঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার ৬ আসামির বাকি ৪ জনকে বেকসুর খালাস প্রদান করেন।
ডেপুটি এটর্নি জেনারেল মো. বশির উল্লাহ জানান, আদালত মামলার আসামী স্বামী জহিরের মৃত্যদন্ডাদেশ এবং স্বামীর বন্ধু জাফর হাওলাদারের যাবজ্জীবন বহাল রেখেছেন।
২০০৮ সালের এপ্রিলে হ্যাপিকে তার শ্বশুরবাড়ির লোকজন খুন করার ঘটনায় হ্যাপির বাবা মো. আবুল চৌকিদার বাদী হয়ে গলাচিপা থানায় ৬ জনকে আসামি করে এ হত্যা মামলাটি দায়ের করেন।
বাসস/এএসজি/ডিএ/১২৩৫/শআ