বাসস ক্রীড়া-১৭ : সরকার থেকে পাকিস্তানে শুধুমাত্র টি-২০ খেলার অনুমতি আছে : পাপন

413

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বাংলাদেশ সফর
সরকার থেকে পাকিস্তানে শুধুমাত্র টি-২০ খেলার অনুমতি আছে : পাপন
ঢাকা, ১২ জানুয়ারি ২০২০ (বাসস) : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় সরকার থেকে পাকিস্তানে শুধুমাত্র টি-২০ খেলার অনুমতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকার থেকে দীর্ঘ সময় পাকিস্তানে থাকার অনুমতি পায়নি বিসিবি। তাই পাকিস্তানে টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত বিসিবির। আজ মিরপুরের হোম অব ক্রিকেটে বিসিবি’র কার্যনির্বাহী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেছেন।
পাপন বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সরকার আমাদেরকে দীর্ঘ সময় পাকিস্তান ফরের অনুমতি দিচ্ছে না। আমরা স্বল্প সময়ের জন্য পাকিস্তানে তিনটি টি-২০ খেলতে চাচ্ছি। সরকারের চিঠি এখনও আমাদের হাতে আসেনি। চিঠি আসলে আমরা পিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানাবো। আমরাও চাই পাকিস্তান সফর করতে। কিন্তু দীর্ঘ সময়ের জন্য সেখানে টেস্ট ও টি-২০ খেলে আসা কঠিন। টেস্ট ও টি-২০ এক না। তিনটি টি-২০ খেলতে লাগে মাত্র ১২০ ওভার। সেখানে একটি টেস্টের জন্য ৪৫০ ওভার লাগে। টি-২০ খেলে এসে দেখি নিরাপত্তা কেমন। খেলোয়াড়রা একটু আত্মবিশ্বাস পেলে, পরবর্তীতে টেস্ট খেলতে যাবো।’
এদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেই তাকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি রাখতে ‘না’ করেছেন বলেও জানান পাপন। তিনি বলেন, ‘সভা শুরুর আগে মাশরাফির সাথে আমার কথা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে তাকে “না” রাখতে বলেছে। সে খেলার মধ্যে আছে কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। তার যুক্তি, এতে নতুন একজন সুযোগ পাবে। আমরা তার প্রস্তাব মেনে নিয়েছি। তাই কেন্দ্রীয় চুক্তি যেটা হচ্ছে সেখানে হয়তো মাশরাফির নাম থাকবে না।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বিশেষভাবে আয়োজন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্ট। আগামী আসরগুলোতেও ‘বঙ্গবন্ধু’ বিপিএল নামেই হবে টুর্নামেন্ট। পাপন বলেন, ‘এখন থেকে বিপিএলের নামকরণ ‘বঙ্গবন্ধু’ বিপিএল হিসেবেই ধারাবাহিকভাবে হবে। আজকে সিদ্ধান্ত নিয়েছি এটার নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে। ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলেও কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধু বিপিএল নামেই হবে।’
বাসস/এএসজি/এএমটি/২৩৩৫/স্বব