বাসস প্রধানমন্ত্রী-৩ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : দলকে সংগঠিত করুন, মানুষের দ্বারে দ্বারে যান : প্রধানমন্ত্রী

142

বাসস প্রধানমন্ত্রী-৩ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
শেখ হাসিনা-বিশেষ বর্ধিত সভা-ভাষণ
দলকে সংগঠিত করুন, মানুষের দ্বারে দ্বারে যান : প্রধানমন্ত্রী

‘মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ-প্রত্যেকটা সংগঠন যেন সুসংগঠিত হয় এবং নিয়ম মেনে চলে, ডিসিপ্লিন মেনে চলে। সেই বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে’Ñ বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নের কথা তুলে ধরে আপনারা গ্রামে গ্রামে গিয়ে জনগণের কাছে আগামী ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় জনগণ যেন ভোট দেয় সেই আবেদন করবেন। আর অন্যরাতো দেশের স্বাধীনতাই চায়নি, তাই দেশের কোন উন্নয়ন তারা করবে না।
তিনি ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে খালেদা জিয়ার আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যার সমালোচনা করে বলেন, সেই মানুষ হত্যা করেও সে নির্বাচন ঠেকাতে পারেনি কারণ জনগণ রুখে দাঁড়িয়েছিল। আর এই জনগণইতো মূল শক্তি। আমাদের শক্তিই হচ্ছে জনগণ। সেই জনগণকে নিয়েই আমরা রাজনীতি করি, তাদের কল্যাণেই আমাদের রাজনীতি।এই কথাটা সাধারণ মানুষের কাছে আপনাদের তুলে ধরতে হবে।
‘নৌকায় ভোট দিয়েছে বলেই গ্রামের মানুষ সুখের মুখ দেখছে, দুটো পয়সা কামাইয়ের সুযোগ পাচ্ছে, ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে, হাতে হাতে মোবাইল পাচ্ছে, সুন্দর করে জীবনযাপন করার সুযোগ পাচ্ছে, বাড়ি পাচ্ছে, রাস্তা পাচ্ছে, সবকিছু পাচ্ছে,’বলেন তিনি।
‘বলতে হবে আমরা আপনাদের কাছে ভোট চাই, আপনাদের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের ভাগ্য আমরা পরিবর্তন করতে চাই। জাতির পিতার আদর্শে দলকে গড়ে তুলে সংগঠনকে আরো শক্তিশালী করবেন, সেটাই আমি চাই’, যোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মহাকাশে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছে,সারাদেশে ইন্টারনেট সার্ভিস চালু করেছে। লার্নিং অ্যান্ড আর্নিংয়ের প্রশিক্ষণ দেওয়ায় এখন ঘরে বসেই ছেলে মেয়েরা অর্থ উপার্জন করতে পারছে।
জনগণের কল্যাণে কাজ করে যেতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ করা মানে শুধু নিজের ভাগ্য গড়া না। এটা বিএনপি-জামায়াতের কাজ। দুর্নীতি, লুটপাট, হত্যা করা, এটাই তো তাদের কাজ। নইলে কেউ এতিমের টাকা চুরি করে খেতে পারে?’
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির আরও মামলা থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিন্তু তিনি হাজিরা দেন না। হাজিরা দিলেই ধরা খাবে।’
খালেদা জিয়া অসুস্থ হলেও মামলায় হাজিরা দিতে না পারার মত অতটা গুরুতর অসুস্থ কি না এ বিষয়ে সন্দেহ পোষণ করেন প্রধানমন্ত্রী।
মানবিক কারণে ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানের প্রসংগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় সারাবিশ্বের সমর্থন আমরা পেয়েছি, সেই সমর্থন নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
জোটবদ্ধভাবে নির্বাচনকে সমর্থন করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু আমরা নির্বাচন নিয়ে জোট করেছিলাম । আমাদের সেই নির্বাচনী জোটকে বজায় রাখতে হবে।’
তিনি বলেন, ‘সাথে সাথে যাদেরকে আমরা নমিনেশন দেবো (তৃণমূলের মতামত নিয়ে এবং সার্ভের ভিত্তিতে যে নমিনেশন দেওয়া হবে) যাকে নৌকা মার্কা দেব তাঁর পক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। যেন নৌকা কোনমতে না হারে।’
‘দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা ধর্ম হয়ে যায়, সবগুলোতেতো জিতবো এই একটা সীটে না জিতলে আর কি হবে, ২০০৮ সালে এই চিন্তাধারাটা ছিল- এটার যেন পুনরাবৃত্তি না হয়,’ সতর্ক করেন প্রধানমন্ত্রী।
‘কারাগারের রোজ নামচা এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী-তাঁর ডায়রী ভিত্তিক লেখা গ্রন্থ দুটি ইতোমধ্যে প্রকাশি হয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার রিপোর্টের ৪৭টি ফাইল নিয়ে বের করতে যাওয়া বৃহৎ প্রকাশনার (৩০-৪০ হাজার পৃষ্ঠাকে সংক্ষিপ্ত করে ৯ হাজার পৃষ্ঠায় আনা) ১৪টি ভলিউমের প্রথম ভলিউম ছাপার কাজ চলছে, আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি নিয়েও কয়েক খন্ডের বই এবং বঙ্গবন্ধুর স্মৃতিকথা ভিত্তিক একটি গ্রন্থও শীঘ্রই প্রকাশিত হবে বলে সংগঠনের নেতা-কর্মীদের জানান।
বাংলাদেশের ইতিহাসের প্রামাণ্য দলিল হতে পারে এই গ্রন্থগুলো, অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ।
তৃতীয় পর্যায়ের এদিনের বিশেষ বর্ধিত সভায় ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
এরআগে ৩০ জুন চট্ট গ্রাম, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় পর্যায়েরর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আর গত ২৩ জুন জেলা-উপজেলা, মহানগর, পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যানদের নিয়ে প্রথম পর্যায়ের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বাসস/এএসজি-এফএন/১৮০৫/-আরজি