বাসস দেশ-৪৪ : বিজিবি ডিজি’র শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন

259

বাসস দেশ-৪৪
বিজিবি ডিজি-পরিদর্শন
বিজিবি ডিজি’র শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন
ঢাকা, ১২ জানুয়ারি, ২০২০ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আজ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আলুকান্দা এলাকায় বিজিবি সদস্যদের প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন।
বিজিবি সদস্যরা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০১ ব্রিগেডের সাথে প্রশিক্ষন গ্রহণ করছেন বলে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি একটি আধাসামরিক বাহিনী। বিজিবি আইন ২০১০ অনুযায়ী এ বাহিনী জরুরী অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে অর্পিত দায়িত্ব পালন করবে। এ কারনে বিজিবি’কে অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করা অত্যাবশ্যক। বিজিবি বেশ কিছু বছর পর এবার সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ-২০১৯/২০২০ এ ব্যাপক পরিসরে অংশগ্রহণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এবার বিজিবি’র প্রায় ৬টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর সাথে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
বাসস/সবি/এফএইচ/২০০২/অমি