বরগুনায় মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধা সম্মাননা, শিক্ষা উপবৃত্তি ও বয়স্কভাতা প্রদান

353

বরগুনা, ১২ জানুয়ারি ২০২০ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে জেলায় আজ ১৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা, ১৫৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি ও একশ’ জনকে বয়স্কভাতা প্রদান করা হয়েছে।
এছাড়াও এদিন ১৩০ জন দুঃস্থকে কম্বল ও ২০জন প্রতিবন্ধি ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
আজ রোববার বেলা ১১টায় বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন মনোয়ার, পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।