বাসস ক্রীড়া-১২ : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল: কাল আসতে শুরু করছে দলগুলো

152

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল: কাল আসতে শুরু করছে দলগুলো
ঢাকা, ১২ জানুয়ারি, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল ঢাকা আসতে শুরু করছে বিদেশী দলগুলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ছয় জাতির এ টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। অংশগ্রহণকারী দলগুলোর ম্যধ্যে সবার আগে কাল সোমবার ১১টা ১০ মিনিটে ঢকা পৌঁছার কথা রয়েছে মধ্য প্রচ্যের দল ফিলিস্তিনের। ২০১৮ সালে অনুষ্ঠিত পঞ্চম বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মধ্যপ্রাচ্যের দল ফিলিস্তিন টাইব্রেকারে ৪-৩ গোলে তাজিকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
একই দিন বিকেলে ঢাকায় পৌঁছবে আফ্রিকার দেশ মরিসাস। শ্রীলংকা ও বুরুন্ডির আসার কথা রয়েছে মঙ্গলবার। আফ্রিকার আরেক দেশ সিসেলস ঢাকায় আসবে ১৬ জানুয়ারি সকাল ১০ টায়।
দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ছয় দেশ। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা ও ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫ জানুয়ারি স্বাগতিক বাংলাদেশ ও ফিলিস্তিনের ম্যাচ দিয়ে শুরু হবে জাতির পিতার নামের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।
‘এ’ গ্রুপ : বাংলাদেশ, ফিলিস্তিন ও শ্রীলংকা।
‘বি’ গ্রুপ : মরিসাস, বুরুন্ডি ও সিসেলস।
বাসস/স্বব/১৯৩০/এএমটি