বাসস ক্রীড়া-৯ : দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠতে জয় ছাড়া কিছুই ভাবছে না চট্টগ্রাম-ঢাকা

109

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠতে জয় ছাড়া কিছুই ভাবছে না চট্টগ্রাম-ঢাকা
ঢাকা, ১২ জানুয়ারি ২০২০ (বাসস) : লিগ পর্ব শেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্লে-অফ রাউন্ড। একমাত্র এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন। এলিমিনেটরের বাঁধা পেরিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকিট পেতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দু’দল। এ ম্যাচের জয়ী দল উঠবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে। আর হেরে যাওয়া দল এবারের আসরে চতুর্থ হয়ে বিদায় নিবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম-ঢাকার ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
টুর্নামেন্টের বেশিরভাগ সময়ই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো চট্টগ্রাম। চট্টগ্রাম-ঢাকার দ্বিতীয় পর্ব শেষে এককভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছিলো তারা। কিন্তু লিগ পর্বের শেষ চার ম্যাচের মধ্যে দুই হারে চট্টগ্রাম। ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে-অফে খেলতে হচ্ছে মাহমুদুল্লাহ’র দলকে। অবশ্য শীর্ষে থাকা দুই দল খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মতই সমান ১৬ পয়েন্ট চট্টগ্রামের। কিন্তু রান রেটে পিছিয়ে থাকার কারনে টেবিলের তৃতীয় স্থানে থাকতে হয় রাজশাহীকে। খুলনার রান রেট ০.৯১২, রাজশাহীর ০.৪২ ও চট্টগ্রামের ০.১২৯। এই রান রেটের প্যাচে পড়ার কারনে এলিমিনেটর খেলতে বাধ্য হচ্ছে চট্টগ্রাম। অথচ তাদের দুর্দান্ত ফর্ম ইঙ্গিত দিচ্ছিলো প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে চট্টগ্রামই।
এলিমিনেটর ম্যাচ নিয়ে আজ চট্টগ্রামের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বলেন, ‘আমরা এখন নক-আউট পর্বে। জয় ছাড়া আমাদের অন্য কোন বিকল্প পথ নেই। আমাদের হাতে এখন দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তাই এই দু’ম্যাচ জিতেই আমরা ফাইনাল খেলতে চাই।’
দলগত পারফরমেন্স দিয়ে ঢাকা প্লাটুনকে হারানোই মূল লক্ষ্য চট্টগ্রামের। এমনটা জানালেন সোহান, ‘আমরা একটি দল হিসেবে খেলেছি এবং অনেক ম্যাচও জিতেছি। যদি আমরা ফাইনালের কথা চিন্তা করি, তবে আমাদের টানা তিন ম্যাচে জিততে হবে। তবে প্রাথমিকভাবে আমাদের মূল লক্ষ্য পরের ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে জয় তুলে নেয়া। যদি আমরা শতভাগ দিতে পারি, তবে আমরা জানি ম্যাচ জয় সম্ভব।’
মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলে থাকে বলেই ঢাকা শক্তিশালী দল বলে মনে করেন সোহান। তিনি বলেন, ‘ঢাকা শক্তিশালী দল। কিন্তু টি-২০ ক্রিকেটে যারা মাঠে নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারবে তারাই জিততে পারবে। তাই আমাদের টার্গেট মাঠে নিজেদের পরিকল্পনাগুলো কার্যকর করা।’
এদিকে, এলিমিনেটর ম্যাচের আগে চিন্তার ভাঁজ ঢাকার কপালে। গত রাতে লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিং-এর সময় বাঁ-হাতের তালুতে ব্যথা পায় ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এতে তার হাতে ১৪টি সেলাই পড়ে। এমন ইনজুরির পরও কাল মাঠে নামতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই মাশরাফিকে পেলে, ঢাকা যে অনেক বেশি অনুপ্রাণিত হবে এতে সন্দেহ নেই।
সোহান জানান, দলের স্থানীয় খেলোয়াড়রা টুর্নামেন্টে নিজেদের সেরাটা অব্যাহত রাখতে তৈরি। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে খেলেছি। স্থানীয় খেলোয়াড়রা তাদের দায়িত্ব ঠিক-ঠাক পালন করেছে। আমাদের যা করা প্রয়োজন তা অব্যাহত রাখতে হবে।’
এদিকে, আগামীকালের ম্যাচ টস বড় ফ্যাক্টর হবে। যারা পরে ব্যাট করবে, তারাই বড় সুবিধা পাবে। সোহান বলেন, ‘আমরা জানি, টস বড় ফ্যাক্টর হবে। কিন্তু এটি আমাদের হাতে নেই। তবে আমরা আগে ব্যাট বা বোলিং যেটাই করি না-কেন, আমাদের টার্গেট থাকবে প্রথম পাওয়ার প্লে’টা ভালোভাবে কাজে লাগানো।’
বাসস/এএসজি/এএমটি/১৮৫০/স্বব