বাসস দেশ-২৯ : বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মুশাররাফ করিমের ইন্তেকাল

108

বাসস দেশ-২৯
মুশাররফ করিম- মৃত্যু
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মুশাররাফ করিমের ইন্তেকাল
ময়মনসিংহ, ১২ জানুয়ারি, ২০২০ (বাসস) : বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সাংবাদিক মুশাররাফ করিম (মনজু) শনিবার রাত দশটার দিকে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহে — রাজেউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা, জামাতা, দুই নাতি, এক ভাই ও এক বোনসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
মুশাররাফ করিমের মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
আজ রোববার বাদ জোহর ময়মনসিংহের চরপাড়ায় জামিয়া ইসলামিয়া মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় ভাটিকাশর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
ষাটের দশকের আইয়ূব বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও ময়মনসিংহ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররাফ করিম কবি ও শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত ছিলেন।
২০০৩ সালে তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৮০৫/এসই