বাসস দেশ-১১ : বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবেন : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

125

বাসস দেশ-১১
এলআরএফ-মন্ত্রী
বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবেন : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ১২ জানুয়ারি, ২০২০ (বাসস) : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাঙালিত্ব ও বাঙালির স্বকীয়তা যতদিন থাকবে, ততদিন বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবেন।
আজ রোববার আইন- আদালত, মানবাধিকার ও সুপ্রিমকোর্টে সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ‘মুজিব বর্ষ’ পালনের বছরে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে জাতির জনকের ছবি টাঙানো অবশ্যই গর্ব করার মত একটি কাজ। এ কাজের জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সকলকে ধন্যবাদ জানান তিনি।
বঙ্গবন্ধুর ছবি টাঙানোর আনুষ্ঠানে এটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন, সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু, এলআরএফ-এর সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক ফারুক কাজী, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ, সিনিয়র সাংবাদিক মিজান মালিক, মাজহারুল হক মান্না, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মাসহুদুল হক, দিদারুল আলম দিদার, হাসান জাভেদ, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/এএসজি/ডিএ/১৫১০/এমএবি