বাসস দেশ-৩৩ : নয়াদিল্লীতে ওআরএফ ইভেন্টে যোগ দিতে পারছেন না শাহরিয়ার আলম

221

বাসস দেশ-৩৩
শাহরিয়ার-দিল্লী
নয়াদিল্লীতে ওআরএফ ইভেন্টে যোগ দিতে পারছেন না শাহরিয়ার আলম
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে তাঁর সফর সঙ্গী হওয়ার কারণে আগামী ১৪ জানুয়ারি থেকে নয়া দিল্লীতে ওভারসিজ রিসার্স ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত রাইজিনা সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যোগ দিতে পারছেন না।
আজ এক বিবৃতিতে এই সত্যটি স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লক্ষ্য করা গেছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নয়াদিল্লী সফরের ‘অনুমতি’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘কয়েকটি বিভ্রান্তিকর নিউজ আইটেম’ প্রকাশিত হয়েছে।
এই সফরে কোন দ্বিপক্ষীয় সময়সূচি সম্পর্কিত নয়। শাহরিয়ার আলমের অংশগ্রহণে অক্ষমতা কোন কিছু বহন করে না, বলে বিবৃতিতে বলা হয়।
মন্ত্রণালয় জানায়, মো. শাহরিয়ার আলম রাইজিনা সংলাপে বক্তা হিসাবে আমন্ত্রিত হয়েছিলেন। সংলাপটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি এই অনুষ্ঠানে অংশ নিতে না পারায় ইতোমধ্যে ওআরএফ-এর কাছে দুঃখ প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন।
বাসস/টিএ/অনু-এসই/২০৪০/এইচএন